• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার আর নেই 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৬:২৭ পিএম
কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার আর নেই 

জার্মানি ও বায়ার্ন মিউনিখের কিংব🅺দন্তি ফুটবলার জার্ড মুলার আর নেই। ৭৫ বছর বয়সে রোববার (১৫ আগস্ট) মারা যাꦍন তিনি। 

তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ এ খবর নিশ্চিত করে জানিয়েছে, "জার্মানির গ্রেড মুলার, যিনি ফুটবলের অন্যতম সেরা গোলদাতা এবং 'বোম্বার ডের নেশন' নামে পরিচিত, তিনি ৭৫ বছর বয়সে মারা গেছেন।" 

বায়ার্নের প🐭্রেসিডেন্ট হারবার্ট হেইনার এক বিবৃতিতে বলেছেন, "আজ বায়ার্ন ও তার ভক্তদের জন্য এক😼টি দুঃখখজনক দিন। জার্মানির রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আর জার্মান জাতীয় ফুটবল দলের হয়ে বহু ইতিহাস গড়েছেন মুলার। তার নাম এবং তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।"

১৯৭০ সালে জিতেছেন ব্যালন ডি’অর জিতেন তিনি।&nbsℱp;

জার্মান জাতীয়🧔 দলের হয়ে ৬২ ম্যাচে ৬৮টি গোল করেন তিনি। ১৯৭২ সালে তিনি জার্মানির হয়ে জিতেছেন ইউরো। দুটি বিশ্বকাপ খেলে ১৪টি গোল করেন তিনি। ২০০৬ বিশ্বকাপের আগ পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। 

মুলার বায়ার্নের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেন তিনি। বুন্দেসলিগায় সর্বোচ্চ সাতবဣার সেরা গোলদাতা হয়েছেন তিনি। 

Link copied!